আদেশের লিপি
মকাদ্দমা নং: ২৭/২০২১
দরখাস্তকারী :মো: ইসমাইল হোসেন বিবাদীপক্ষ: জাহাঙ্গীর আলম গং
প্রতিনিধির স্বাক্ষর
০১।
০২।
০৩। |
অদ্য ২৩/০৫/২০২১ইং বাদী বিবাদী অত্র গ্রাম আদালতে হাজির আছে। বাদী বিবাদীর শুনানী গ্রহন করা হইল । উভয় পক্ষের শুনানী শেষে যেহেতু পক্ষদয়ের শুনানীতে তেমন কোন মত পার্থক্য দেখা যায় নাই তাই স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন আদালত মনে করে ।স্থানীয় ভাবে ইউ,পি সদস্যদের উপস্থিতিতে একজন নিরপেক্ষ আমিন দ্বারা তর্কিত সম্পত্তির পরিমাপ করে স্থানীয় ভাবে বিরোধ নিষ্পত্তির সিন্ধান্ত হয় । বিগত ১০/০৫/২০২১ইং তারিখে স্থানীয় গন্যমান্য এবং ইউ,পি সদস্যদের উপস্থিতিতে একজন নিরপেক্ষ আমিন দ্বারায় তর্কিত সম্পত্তি পরিমাপ করে উভয় পক্ষের জমিজামা উভয় পক্ষকে বুঝাইয়া দেওয়া হয় । এবং পক্ষগনকে মিলাইয়া মিশাইয়া দেওয়া হয় ।
|
এমরান হোসেন
চেয়ারম্যান
০১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ
সদর,লক্ষ্মীপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস