Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ইসহাক জমিদার বাড়ী
Details

 

 

অবস্থান : গ্রাম- হাসন্দী, পো- পাকবিজয়নগর, ইউনিয়ন- ০১ নং উত্তর হামছাদী ইউনিয়ন , উপজেলা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর।

 

বাড়ীর নাম করনের ইতিহাস

বৃটিশ আমলে সর্ব প্রথম এই বাড়ীর গোড়া পত্তন হয়। এই বাড়িটি স্থাপন করেন মো: মনির উদ্দিন ভূইয়া । বাড়িটি বর্তমানে পুরান ভূইয়া বাড়ী হিসেবে পরিচিত (ইসহাক চৌধুরী বাড়ীর এই বাড়ীতে দক্ষিনে)সর্বপ্রথম বসতি স্থাপন করেন। তার পৈতৃক নিবাস ছিল দালাল বাজার(খোয়া সাগর দীঘির উত্তরে ) আসকার ভূইয়া বাড়ী এবং তার পিতার কবর ঐ স্থানে রহিয়াছে। তিনি এই বাড়ীর মূল ভূমি ইজারা নিয়ে বসতি স্থাপন পূর্বক পরবর্তী সময়ে আরো ভূ-সম্পত্তি ক্রয় করিয়া তার পরিধি বৃদ্ধি করেন। তৎকালীন সময়ে বৃটিস জমিদারী প্রথা বিদ্যমান ছিল। ইজারা প্রাপ্ত ভূমির মালিকগন তখন জমিদারদের নিকট ভূমির খাজনা পরিশোধ করিত। আর এই ভূ-সম্পত্তির অধিকারী গনকে ভূইয়া নামে অভিহিত করা হত। ভূইয়ারা তাদের অমর্ত্মগত প্রজাদের নিকট থেকে কর গ্রহন করিত। এই বাড়ীর পূর্বনাম মনির উদ্দিন ভূইয়ার নাম অনুসারে মনির উদ্দিন ভূইয়া বাড়ী হিসেবে পরিচিত ছিল । পরবর্তীতে তার নাতী এছহাক মিঞা ও ইউনূস মিঞা জমিদার হওয়ার পরে বর্তমান বাড়ীর নাম ইসহাক চৌধুরী বাড়ী নামকরন হয়।